Refund Policy
রিফান্ড পলিসিঃ-
- প্রতিটি কোর্স এবং সেবার মূল্য এবং কোর্স বা সেবা সম্পর্কিত তথ্য পেইজে বিস্তারিত দেয়া আছে। যে কোন কোর্সে ভর্তি অথবা যে কোন সেবা নেয়ার পূর্বে উক্ত কোর্স / সেবা সম্পর্কিত যাবতীয় তথ্য আগেই ভালোভাবে জেনে নিন।
- কোর্সে ভর্তি বা সেবা নেয়ার পর পরবর্তীতে কোন কারণে যদি আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন সেজন্য প্রতিষ্ঠান কোন প্রকার দায়ভার গ্রহণ করবে না।
- আমাদের সমস্ত নীতি এবং শর্তাবলী দেখার জন্য ব্যবহারকারীদের অনুরোধ করছি।
- কোর্সে ভর্তি হওয়ার ২৪ ঘন্টার পর ভর্তি বাতিল বা কোর্সের মূল্য ফেরত দেওয়ার সুযোগ নেই, তবে সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় উক্ত ব্যাক্তি তার নিজের পরিবর্তে তার যে কোন নিকটাত্মীয় বা যে কোন ব্যাক্তিকে ভর্তির সুপারিশ করলে প্রতিষ্ঠান তা সম্মানের সহিত বিবেচনা করবে।
- সেবা প্রদানের ক্ষেত্রে সেবা গ্রহীতা সেবা গ্রহণের পর যে কোন সমস্যায় উপযুক্ত প্রমান ব্যাতীত রিফান্ড করা হবে না।
- যে কোন কোর্সে ভর্তির পর নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাশ শুরু না হলে আপনি রিফান্ড দাবি করতে পারবেন, তবে কোর্সের মাঝামাঝি সময়ে যে কোন প্রাকৃতিক দূর্যোগ বা দূর্ঘটনাজনিত কারনে ক্লাশ সাময়িক বন্ধ বা স্থগিত থাকলে সেক্ষেত্রে রিফান্ড আবেদন করা যাবে না।
- আমরা সাইটে বর্ণিত সমস্ত শর্তাবলী এবং নীতিগুলি পড়ার এবং স্বীকার করার অনুরোধ করছি I